প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৭:১৬
বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মাহতাব রহমান ভূঁইয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। রোববার দুপুরে মাহতাবের গ্রামের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের চুলাশ/উখারী গ্রামে পৌঁছে এক প্রতিনিধি দল এ শ্রদ্ধা নিবেদন করেন।
প্রতিনিধি দলটি বিমান বাহিনী প্রধানের পক্ষে মাহতাবের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান। এরপর তারা মাহতাবের কবর জিয়ারত করেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাসও দেন প্রতিনিধি দলের সদস্যরা।
বিমান বাহিনীর উইং কমান্ডার মো. আতিক হাসান পিএসসি বলেন, মাহতাবের অকাল মৃত্যুতে গোটা জাতি শোকাহত। বিমান বাহিনীর পক্ষ থেকে আমরা তার কবর জিয়ারত করে শ্রদ্ধা জানিয়েছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং আমরা সব সময়ই পরিবারগুলোর পাশে থাকবো।
শ্রদ্ধা নিবেদনের সময় মাহতাবের বাবা মিনহাজুর রহমান ভূঁইয়া বলেন, আমার সন্তান খুব ভদ্র ও মেধাবী ছিল। দেশের মানুষ তার জন্য দোয়া করেছে, আমি সবার প্রতি কৃতজ্ঞ। আল্লাহ যেনো তাকে শহীদের মর্যাদা দেন, এই দোয়া করছি।
এই সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মাহতাবের আত্মীয়স্বজন ও রাজনীতিক নেতারাও উপস্থিত ছিলেন। বিশেষভাবে উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনসহ এলাকার বিশিষ্টজনেরা। সবার মাঝে ছিল এক ধরনের বিষণ্ণতা ও শোকের ছায়া।
উল্লেখ্য, গত ২১ জুলাই রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় বিদ্যালয়ের অনেক শিক্ষক-শিক্ষার্থী হতাহত হন। তাদের মধ্যে মাহতাব রহমান ভূঁইয়া ছিলেন সবচেয়ে গুরুতর আহতদের একজন।
মাহতাবের শরীরের ৮৫ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চারদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ২৪ জুলাই দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে। ওই রাতেই পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এই মর্মান্তিক ঘটনায় সারা দেশে শোকের ছায়া নেমে আসে। এখনো অনেকে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে বিমান বাহিনী।