প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৭:৫৮
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় জমি দখল এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে মোঃ মধু সরদার (৬০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ বিষয়ে গত ২৪ জুলাই ভুক্তভোগী মোঃ নাজমুল হাসান থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে বলা হয়, ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোঃ মধু সরদার দুই-তিনজন অজ্ঞাত ব্যক্তিকে সঙ্গে নিয়ে ভুক্তভোগীর জমিতে জোর করে বাউন্ডারি নির্মাণের চেষ্টা করেন। এ সময় নাজমুল হাসানের স্ত্রী শিল্পী বাধা দিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন অভিযুক্তরা।
অভিযোগে আরও বলা হয়, এক পর্যায়ে মধু সরদার তার স্ত্রীর ওপর এলোপাথাড়ি কিল-ঘুষি চালিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন, যার ফলে তিনি গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তিনি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
অভিযুক্ত মধু সরদার নিজের অবস্থান ব্যাখ্যা করে জানান, দুই বছর আগে তিনি উক্ত জমিটি ক্রয় করেছেন এবং পূর্বের বাউন্ডারির উপর উঁচু করে দেয়াল নির্মাণ করতে গেলে প্রতিবন্ধকতার সম্মুখীন হন। তার দাবি, জোরপূর্বক তিনি কারো জমি দখল করছেন না বরং প্রতিপক্ষ তার নিজস্ব জমিতে কাজ করতে দিচ্ছে না।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। উভয় পক্ষই নিজেদের মালিকানা দাবি করে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও সফল হয়নি।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, উভয় পক্ষের অভিযোগ থানায় দাখিল হয়েছে। আপাতত উক্ত জমিতে কাজ বন্ধ রাখা হয়েছে। পরবর্তীতে আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের মতো স্পর্শকাতর বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কেউ তা অমান্য করে কিছু করলে, আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
এই ঘটনায় এলাকাবাসীর অনেকেই শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন, যাতে জমি বিরোধ নিয়ে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।