প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ২০:৪২
রাজধানীর উত্তরার বাংলাদেশ ক্লাব লিমিটেডে অনুষ্ঠিত হলো নাজিরপুর ফ্রেন্ডস ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা। শুক্রবার সন্ধ্যায় এই অনুষ্ঠানে ক্লাবের নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়। নতুন নেতৃত্বে সভাপতি হয়েছেন মো. জুবায়ের এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তরিকুল ইসলাম তারেক।
সভায় সভাপতিত্ব করেন ক্লাবের বিদায়ী সভাপতি এবং অতিথিদের উপস্থিতিতে আগত সদস্যদের সরব উপস্থিতি ছিল লক্ষণীয়। এতে ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা, সদস্যদের একতা এবং সামাজিক কার্যক্রম নিয়ে নানা আলোচনা হয়।
নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন তরিকুল ইসলাম সিন্টু এবং সহ-সভাপতি হয়েছেন মাহবুবুর রহমান টুটুল। সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন তরিকুল ইসলাম তারেক এবং সহ-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. ওলী।
সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছেন মো. সোহেল রানা, দফতর সম্পাদক হয়েছেন লিংকন শেখ এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিফুর রহমান হাসান। ক্লাবের প্রচার কার্যক্রমে দায়িত্ব পালন করবেন শামীম শেখ।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন হাফিজুর রহমান, মিজান শরীফ, হাবিবুর রহমান স্বপন, আশিক আসলাম এবং সোহেল রানা। এ কমিটি আগামী দুই বছর ক্লাবের কর্মকাণ্ড পরিচালনা করবে এবং সামাজিক উন্নয়ন ও সাংগঠনিক গতিশীলতা নিশ্চিত করতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সভায় উপস্থিত সদস্যরা বলেন, নাজিরপুর ফ্রেন্ডস ক্লাব একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে নানা সামাজিক কর্মকাণ্ডে যুক্ত। এই কমিটি যেন তাদের কার্যক্রম আরও বিস্তৃত করে, সে প্রত্যাশা সবার।
সভা শেষে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নতুন কমিটি নাজিরপুরসহ পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায় সমাজসেবা, শিক্ষা সহায়তা এবং যুব উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত হবে।
অনুষ্ঠান শেষে প্রেরিত বার্তায় সৈয়দ বশির আহম্মেদ জানান, ক্লাবের এই পুনর্গঠন নতুন উদ্যমে কাজ করার জন্য সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে এবং ভবিষ্যৎ পরিকল্পনায় একতা ও ঐক্যের বার্তা পৌঁছেছে সকলের মাঝে।