প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৭:৩৪
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় অস্ত্র আইনে করা মামলায় খজেন্দ্র ত্রিপুরাকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এই রায়কে স্থানীয় প্রশাসন ও সচেতন মহল দৃষ্টান্তমূলক হিসেবে দেখছে।
রোববার দুপুরে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শায়লা শারমিন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত খজেন্দ্র ত্রিপুরা আদালতে উপস্থিত ছিলেন বলে নিশ্চিত করেছে আদালত সূত্র।
খজেন্দ্র ত্রিপুরা মাটিরাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের তৈকাডাং হরিপূর্ণ পাড়ার বাসিন্দা এবং কিশোর চান ত্রিপুরার ছেলে। তার বয়স বর্তমানে ৪৫ বছর।
মামলার নথিপত্রে জানা যায়, ২০২১ সালের ৬ জানুয়ারি চট্টগ্রাম র্যাব-৭ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা পৌরসভা এলাকায় অভিযান চালায়। অভিযানে খজেন্দ্রকে একটি দেশীয় তৈরি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ আটক করা হয়।
ঘটনার পরই তার বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় অস্ত্র আইনের আওতায় মামলা দায়ের করা হয়। পরদিন তাকে আদালতে সোপর্দ করে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে জামিনে মুক্তি পান তিনি।
মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত অস্ত্র আইনের ১৮৭৮ সালের ১৯(এ) ধারায় খজেন্দ্রকে ১০ বছরের ও ১৯(এফ) ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। আদালত নির্দেশ দিয়েছেন, দুটি সাজা একইসঙ্গে কার্যকর হবে।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জসিম উদ্দিন। তিনি বলেন, খাগড়াছড়িতে এটাই প্রথম কোনো অস্ত্র মামলায় এমন শক্তিশালী রায় এসেছে।
স্থানীয়রা বলছেন, পাহাড়ি অঞ্চলে চলমান সশস্ত্র গ্রুপগুলোর বিরুদ্ধে এটি একটি বার্তা। এই রায় ভবিষ্যতে অনুরূপ অপরাধ দমন ও বিচার নিশ্চিত করতে সহায়ক হবে বলে তারা আশাবাদ প্রকাশ করেছেন।