যাকাত আদায় করলে সমাজে গরিব থাকবে না: ডিসি নওগাঁ

নিজস্ব প্রতিবেদক
রিফাত হোসাইন সবুজ, জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: রবিবার ১৬ই মার্চ ২০২৫ ১০:০৯ অপরাহ্ন
যাকাত আদায় করলে সমাজে গরিব থাকবে না: ডিসি নওগাঁ

ধনী ও বৃত্তশালীরা সঠিকভাবে যাকাত আদায় করলে দেশে আর কোনো গরীব থাকবে না, মন্তব্য করেছেন নওগাঁর জেলা প্রশাসক ও জেলা যাকাত ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল আউয়াল। তিনি বলেছেন, ধর্মীয় বিধান অনুযায়ী যাকাত আদায় না করার কারণে সমাজে ধনী ও গরিবের ব্যবধান ক্রমে বৃদ্ধি পাচ্ছে। রবিবার (১৬ মার্চ) বাদ জোহর নওগাঁ ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানে উদ্বুদ্ধকরণ এবং দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার ও যাকাত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।


এসময় জেলা প্রশাসক আরো বলেন, আয়কর বিভাগের হিসাব অনুযায়ী প্রতিবছর দেশের মানুষের হাতে যে পরিমাণ উদ্বৃত্ত অর্থ থাকে, সেই পরিমাণ অর্থের যাকাত আদায় হচ্ছে না। তিনি আরও বলেন, ধর্মীয় বিধান মোতাবেক, একজন মানুষ বছর শেষে যে অর্থ জমা রাখেন, সেই অর্থের শতকরা আড়াই ভাগ হারে যাকাত আদায় করলে প্রতিবছর যাকাত ফান্ডে কয়েক হাজার কোটি টাকা জমা হবে। তিনি সকলকে আল্লাহর প্রতি ভয় রেখে ধর্মীয় বিধান অনুযায়ী সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানের আহ্বান জানান।


নওগাঁ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ও জেলা যাকাত কমিটির সদস্য সচিব মো. মারুফ রায়হান সেমিনারে সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য রাখেন, নওগাঁ জেলা মডেল মসজিদের খতিব মাওলানা রিজওয়ান আহসান এবং জেলা ইমাম-মুয়াজ্জিন কমিটির সভাপতি মাওলানা আ ন ম আকরাম হোসাইন। এছাড়া উপস্থিত ছিলেন, নওগাঁ সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মোহাম্মদ ইবনুল আবেদিন, জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলম, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি শফিক ছোটনসহ স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ।


এদিকে, জেলা যাকাত কমিটির সদস্য সচিব ও ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. মারুফ রায়হান জানিয়েছেন, নওগাঁ জেলার দরিদ্র জনগণকে সাবলম্বি করার লক্ষ্যে ২০২৪-২০২৫ অর্থবছরে সরকারি যাকাত ফান্ড থেকে ৮ লাখ ৩২ হাজার ৬৫৯ টাকা বিতরণ করা হচ্ছে। রবিবার দুপুরে সদর উপজেলার ২৭ জন অসহায় ব্যক্তির মধ্যে ১,২৭,১৭৬ টাকা বিতরণ করা হয়েছে। অবশিষ্ট টাকা জেলার অন্য দশটি উপজেলায় উপজেলা যাকাত কমিটির মাধ্যমে প্রক্রিয়া চলছে। চলতি অর্থবছরে সরকারি যাকাত ফান্ডে মোট ১০ লাখ ৪০ হাজার ৮২৪ টাকা আদায় হয়েছে, এর মধ্যে ৮০ শতাংশ অর্থ জেলায় বিতরণ করা হচ্ছে।