গুইমারাতে ব্যবসায়ী নিখোঁজ, পরিবারের অভিযোগ অপহরণ

নিজস্ব প্রতিবেদক
আরিফুল ইসলাম মহিন -খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
প্রকাশিত: বুধবার ১২ই ফেব্রুয়ারি ২০২৫ ০৫:২৬ অপরাহ্ন
গুইমারাতে ব্যবসায়ী নিখোঁজ, পরিবারের অভিযোগ অপহরণ

খাগড়াছড়ির গুইমারা উপজেলার তৈকর্মাপাড়া এলাকায় সৃষ্টি ত্রিপুরা (৩৬) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। পরিবারের অভিযোগ, তাকে অপহরণ করা হয়েছে। তবে কারা, কেন তাকে অপহরণ করেছে তা জানাতে পারেননি। এ ঘটনায় ওই ব্যবসায়ীর পিতা বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। 


মঙ্গলবার (১১ ফ্রেবুয়ারি) রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন সৃষ্টি ত্রিপুরা। তিনি ওই এলাকার অলংগ্য ত্রিপুরার ছেলে। 



নিখোঁজ সৃষ্টি ত্রিপুরার স্ত্রী রিতা ত্রিপুরার ধারণা, তার স্বামীকে অপহরণ করা হয়েছে। তবে কারা অপহরণ করেছে বা করতে পারে সে বিষয়ে নির্দিষ্ট করে বলতে পারেননি তিনি। 


গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  এনামুল হক চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন ‘পরিবারের পক্ষ থেকে নিখোঁজের অভিযোগ করেছেন। তবে অপহরণ নাকি নিখোঁজ সে বিষয়টি সঠিক তদন্তে বলা যাবে এবং তাকে উদ্ধারের চেষ্টা চলছে।