নোয়াখালীর কবিরহাটে মাদক ও শিরক বিরোধী তাফসীর মাহফিল

নিজস্ব প্রতিবেদক
গিয়াস উদ্দিন রনি- জেলা প্রতিনিধি , নোয়াখালী
প্রকাশিত: বুধবার ১২ই ফেব্রুয়ারি ২০২৫ ১১:১৯ পূর্বাহ্ন
নোয়াখালীর কবিরহাটে মাদক ও শিরক বিরোধী তাফসীর মাহফিল

নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের পূর্ব পদুয়া ও পশ্চিম নুরসোনাপুর গ্রামের যুবসমাজ মাদক ও শিরকের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে তারা স্থানীয় পদুয়া মিঞা বাড়ির ঈদগাহ মাঠে তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করে। মঙ্গলবার রাতে আয়োজিত এই মাহফিলে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।  


মাহফিলের সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল। প্রধান তাফসিরকারী হিসেবে বয়ান পেশ করেন চট্টগ্রামের কর্নেলহাট বায়তুল শরফ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ফজলে এলাহী ত্বহা। তিনি কুরআনের গুরুত্বপূর্ণ তাফসির উপস্থাপন করেন এবং মাদক ও শিরকের কুফল সম্পর্কে বিশদ আলোচনা করেন।  


বিশেষ অতিথি হিসেবে তাফসির পেশ করেন পদুয়া মিঞা বাড়ি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. দেলোয়ার হোসেন, পশ্চিম নুরসোনাপুর আল বাইতুল্লাহ জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ জুনাইদ হোসাইন এবং ধর্মীয় আলোচক হাফেজ মাওলানা আবু নাছের। তাদের বয়ানে মাদক ও শিরকমুক্ত সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরা হয়।  


মাহফিলে উপস্থিত ছিলেন পূর্ব পদুয়া ও পশ্চিম নুরসোনাপুর সমাজ পরিচালনা কমিটির উপদেষ্টা হাজী আবুল হাশেম, মো. আনোয়ার হোসেন জিন্নাহ মিয়া, মো. গোলাম রব্বানী, সমাজ পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ গোলাম মোর্ত্তজা ফরমান এবং সমাজ সেবক গোলাম দস্তগীর তৌহিদ প্রমুখ।  


আয়োজকরা জানান, মাদক ও শিরকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এই মাহফিলের মূল উদ্দেশ্য। তারা আশা প্রকাশ করেন যে, এই ধরনের আয়োজন এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে ভূমিকা রাখবে।  


মাহফিল শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অংশগ্রহণকারীরা মাদক ও শিরকমুক্ত সমাজ গঠনে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সামাজিক সমস্যা মোকাবিলায় ধর্মীয় ও সামাজিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  


বার্তা প্রেরক: গিয়াস রনি, নোয়াখালী।