তারুণ্যের উৎসবে জামালপুরে নতুন বাংলাদেশের ভাবনা

নিজস্ব প্রতিবেদক
শাওন মোল্লা , জেলা প্রতিনিধি- জামালপুর
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৬ই ফেব্রুয়ারি ২০২৫ ০৭:০৯ অপরাহ্ন
তারুণ্যের উৎসবে জামালপুরে নতুন বাংলাদেশের ভাবনা

জামালপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে "নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের ভাবনা" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে তরুণ সমাজের করণীয়, দেশের উন্নয়নে তাদের ভূমিকা এবং নতুন বাংলাদেশ গঠনে যুবসমাজের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।


সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের জেলা প্রশাসক হাসিনা বেগ, বিশেষ অতিথি ছিলেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন, সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশিদ, সরকারি জাহেদা সফির মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার মাহফুজুল হক এবং শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোহসীন আলী।


অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণরাই জাতির চালিকাশক্তি, তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯-এর গণআন্দোলন, ১৯৭১-এর মুক্তিযুদ্ধ, ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ বিভিন্ন সময়ে দেশের দুঃসময়ে নেতৃত্ব দিয়েছে। সর্বশেষ ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বক্তারা আরও বলেন, তরুণদের এগিয়ে আসতে হবে দুর্নীতি, বৈষম্য ও সাম্প্রদায়িকতামুক্ত নতুন বাংলাদেশ গঠনে।


এছাড়া, শিক্ষিত, দক্ষ ও দায়িত্বশীল নেতৃত্ব তৈরিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভূমিকার ওপর জোর দেওয়া হয়। বক্তারা বলেন, তরুণদের দেশপ্রেম, সততা ও দক্ষতা দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে।


সেমিনারে জামালপুরের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং তরুণদের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে উন্মুক্ত আলোচনায় অংশ নেন। আলোচনা শেষে তরুণদের সক্রিয় ভূমিকার প্রত্যয়ে সেমিনার সমাপ্ত হয়।