সিলেটে প্রবাসী তরুণীর ছবি বিকৃতির অভিযোগে যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: বুধবার ১২ই ফেব্রুয়ারি ২০২৫ ১১:৫৪ পূর্বাহ্ন
সিলেটে প্রবাসী তরুণীর ছবি বিকৃতির অভিযোগে যুবক গ্রেফতার

প্রবাসী তরুণীর ছবি বিকৃত করে চাঁদা দাবির অভিযোগে সিলেটে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে সোমবার তাকে আটক করা হয়। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নগরীর পীরমহল্লার এক বাসিন্দার মেয়ে স্বামী-সন্তান নিয়ে ইংল্যান্ডে থাকেন। সম্প্রতি ওই তরুণীর ছবি এডিট করে অশ্লীলভাবে তৈরি করা হয় এবং হোয়াটসঅ্যাপে পাঠিয়ে তাকে ও তার পরিবারকে সামাজিকভাবে হেয় করার হুমকি দেওয়া হয়। এরপর চাঁদা দাবি করা হয়।  


বিষয়টি জানার পর ভুক্তভোগীর বাবা পুলিশের সহায়তা নেন। পুলিশ তদন্ত শুরু করে এবং সিলেট মহানগর পুলিশের সাইবার ইউনিট প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত মিন্টু দেবনাথকে শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে শ্রীমঙ্গল থেকে তাকে গ্রেফতার করা হয় এবং তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। মিন্টু সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাসিন্দা।  


পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতারণামূলক কাজে জড়িত থাকতে পারে। তার মোবাইল থেকে আরও আপত্তিকর উপাদান পাওয়া গেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।  


প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিন্টু চাঁদা দাবির কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। ভুক্তভোগীর পরিবারের সদস্যরা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।  


এ ঘটনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এমন অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ভুক্তভোগীদের দ্রুত আইনি সহায়তা দেওয়া হবে।  


সাইবার অপরাধ দমনে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনলাইনে ব্যক্তিগত ছবি বিকৃত করে অপরাধ সংগঠনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে।  


এ ধরনের অপরাধ প্রতিরোধে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। অপরিচিত নম্বর থেকে সন্দেহজনক বার্তা বা ছবি পেলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।  


প্রযুক্তির অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।