নওগাঁর আত্রাই উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, সামাজিক অপরাধ প্রতিরোধ ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেন। তিনি বলেন, "উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। জনগণের সহযোগিতা পেলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা সম্ভব হবে।"
সভায় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, আত্রাই থানা অফিসার ইনচার্জ মো. শাহাবুদ্দিন, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. আব্দুল জলিল চকলেট, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মো. মঞ্জুরুল আলম, মো. খবিরুল ইসলাম, মো. নাজিমুদ্দিন মন্ডল, মো. সম্রাট হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে সামাজিক অপরাধ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ রোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার জন্য প্রশাসন ও স্থানীয় জনগণের মধ্যে সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়।
থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাবুদ্দিন বলেন, "অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণেরও ভূমিকা রাখতে হবে। সামাজিক সচেতনতা বৃদ্ধি পেলে অপরাধ অনেকাংশে কমে আসবে।"
এছাড়াও, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত অতিথিরা আইন-শৃঙ্খলা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আশ্বাস দেন।
সভা শেষে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।