বরিশাল মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৩ই ফেব্রুয়ারি ২০২৫ ০৫:৪৯ অপরাহ্ন
বরিশাল মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি

বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) ১৪ ফেব্রুয়ারি ২০২৫ উপলক্ষে বিশেষ গণবিজ্ঞপ্তি জারি করেছে। "পবিত্র শব-ই-বরাত, বসন্ত বরণ ও ভ্যালেন্টাইন্স ডে" শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে জনশৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।


বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বরিশাল মহানগরীর ত্রিশ গোডাউন এলাকা, বেলস্ পার্ক, মুক্তিযোদ্ধা পার্ক, এডামস্ পার্ক, চরবাড়িয়া পাকার মাথা (নদীর পাড়)সহ মেট্রোপলিটন এলাকার উন্মুক্ত স্থানে জনশৃঙ্খলা বিঘ্নকারী, আইন পরিপন্থি, গণউপদ্রব সৃষ্টিকারী এবং অসামাজিক ও অশ্লীল কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে।


বরিশাল মহানগরী পুলিশ আইন ২০০৯-এর ২৯, ৩০, ৩১, ৩৪ ও ৩৫ ধারার ক্ষমতাবলে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের প্রতি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, সকলকে সামাজিক শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে।