ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যানসহ আওয়ামী লীগের তিনজন নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার দুপুরের মধ্যে পৃথক অভিযানে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন দুওসুও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান চৌধুরী, পাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এবং নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের পাড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সবুজ।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে দুওসুও ও পাড়িয়া ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা সবুজ ও সাবেক ইউপি চেয়ারম্যান মোখলেসুর রহমান চৌধুরীকে আটক করা হয়। পরদিন বৃহস্পতিবার দুপুরে আটককৃতদের আদালতে পাঠানোর আগে যুবলীগ নেতা হুমায়ুন কবির থানায় আসেন। দেখা করে ফেরার সময় থানার পাশে একটি ক্লিনিকের সামনে থেকে তাকেও আটক করা হয়।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, "আটককৃতদের মধ্যে ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। যুবলীগ নেতা হুমায়ুন কবিরকে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।"
তবে কী কারণে তাঁদের আটক করা হয়েছে এবং কোন মামলার ভিত্তিতে গ্রেপ্তার দেখানো হয়েছে, সে বিষয়ে পুলিশ বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।