কক্সবাজারের টেকনাফে পাহাড়ের তাবুতে আটকে রাখা ৬৬ জন নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। এসময় পাচারকাজে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে চার রাউন্ড রাইফেলের গুলি, একটি রামদা এবং একটি কিরিচ উদ্ধার করা হয়েছে।
রবিবার ভোর রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ের একটি অস্থায়ী তাবুতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গিয়াস উদ্দিন।
পুলিশ জানায়, সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রটি নারী-পুরুষ ও শিশুদের সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে ওই স্থানে আটক করে রেখেছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালায়। উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালানোর চেষ্টা করলে ৫ জনকে আটক করা হয়। উদ্ধার হওয়া ৬৬ জনের মধ্যে ১৮ জন পুরুষ, ১১ জন নারী এবং ৩৭ জন শিশু রয়েছে।
আটক পাচারকারীরা হলেন টেকনাফের শিলবনিশা গ্রামের রাশেদ (২৫), বাহারছড়া ইউনিয়নের সালেহ আহাম্মদ (৩৫), নুরুল কবির (২৭), সৈয়দ আলম (২৪) এবং চট্টগ্রামের সন্দ্বীপ এলাকার কামরুল ইসলাম (৩২)।
উদ্ধারকৃতদের মধ্যে ৭ জন বাংলাদেশি, বাকিরা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। পাচারকারীরা উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে তাদের ফাঁদে ফেলে। কিছু ক্ষেত্রে মিথ্যা বিবাহের প্রতিশ্রুতি এবং জোরপূর্বক শ্রমে বাধ্য করার অভিযোগও রয়েছে।
ওসি গিয়াস উদ্দিন জানান, এ ঘটনায় আরও ৭ জন পলাতক আসামিকে শনাক্ত করা হয়েছে এবং অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে তদন্ত চলছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উদ্ধারকৃতদের প্রাথমিক সুরক্ষা এবং পাচারের শিকার হওয়ার বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ মানব পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বলে জানান ওসি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।