ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি -ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: মঙ্গলবার ৩১শে ডিসেম্বর ২০২৪ ১০:০৭ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘর্ষে রূপ নিয়েছে। এতে কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে জেলার নাসিরনগর উপজেলায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দলীয় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়, যা এক পর্যায়ে সহিংসতায় রূপ নেয়। 


সংঘর্ষে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েনের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। 


স্থানীয়রা জানান, সংঘর্ষের সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আতঙ্কে রয়েছেন। তারা দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। 


এ বিষয়ে নাসিরনগর থানার ওসি জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। 


জেলা বিএনপির একাংশের দাবি, সংঘর্ষের জন্য প্রতিপক্ষকে দায়ী করা হলেও প্রকৃতপক্ষে দলীয় নেতৃত্বের অভ্যন্তরীণ কোন্দলই এই ঘটনার মূল কারণ। অপর অংশ বলছে, তাদের ওপর পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। 


এদিকে, এই সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সাধারণ জনগণ এ ধরনের সহিংসতায় ক্ষোভ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, দলীয় নেতারা দ্রুত আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করবেন।