মৌলভীবাজার জেলা প্রশাসকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
এহসান বিন মুজাহির জেলা প্রতিনিধি , মৌলভীবাজার
প্রকাশিত: মঙ্গলবার ৩১শে ডিসেম্বর ২০২৪ ০৬:৩৯ অপরাহ্ন
মৌলভীবাজার জেলা প্রশাসকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল পৌরসভায় অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে শ্রীমঙ্গল পৌরসভা কার্যালয়ের সামনে দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে সরকারের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইসরাইল হোসেন। তিনি শ্রীমঙ্গল পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের অসহায় ও দুস্থ শীতার্তদের হাতে কম্বল তুলে দেন।


শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার করসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রীমঙ্গল পৌরসভার জন্য ৬৯০ পিস কম্বল বরাদ্দ দেওয়া হয়। এসব কম্বল আজকের অনুষ্ঠানে বিতরণ শুরু হয়েছে। তিনি আরও বলেন, বরাদ্দকৃত কম্বলগুলো সুষ্ঠুভাবে পৌরসভার সব ওয়ার্ডের গরিব-দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হবে।


উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর বলেন, সরকারের এমন উদ্যোগ অসহায় মানুষদের শীত থেকে কিছুটা হলেও রক্ষা করবে। তিনি স্থানীয় জনগণকে শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।


মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন তার বক্তব্যে বলেন, এ ধরনের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে সহায়ক হবে। তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকে আরও বরাদ্দ পাওয়া গেলে সেগুলোও দ্রুত বিতরণ করা হবে।


স্থানীয়দের মতে, সরকারের পক্ষ থেকে এ ধরনের সহায়তা দরিদ্র জনগোষ্ঠীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বরাদ্দ বৃদ্ধি এবং বিতরণ কার্যক্রম আরও দ্রুত ও সঠিকভাবে বাস্তবায়নের দাবি জানান তারা।