ধামইরহাট বাজার পরিদর্শনে ইউএনও, ভোক্তাদের স্বস্তি

নিজস্ব প্রতিবেদক
মোঃ আবুমুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: রবিবার ২৯শে ডিসেম্বর ২০২৪ ০৭:১০ অপরাহ্ন
ধামইরহাট বাজার পরিদর্শনে ইউএনও, ভোক্তাদের স্বস্তি

নওগাঁর ধামইরহাটে সাধারণ ভোক্তাদের স্বস্তি নিশ্চিত করতে সাপ্তাহিক হাটের তরকারি বাজার পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান। রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টায় তিনি গোস্ত, মাছ, কাঁচা তরকারি, পেঁয়াজ, রসুন, আদাসহ বিভিন্ন দোকান পরিদর্শন করেন। এ সময় তিনি দোকানদারদের সঙ্গে দ্রব্যমূল্যের বিষয় নিয়ে কথা বলেন এবং ভোক্তাদের স্বার্থে ন্যায্য মূল্যে পণ্য বিক্রয়ের আহ্বান জানান।


পরিদর্শনে ইউএনও’র সঙ্গে ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী এবং প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. রিপন রেজা। তাদের উপস্থিতিতে বাজারের চতুর গোস্ত ব্যবসায়ীরা ৬০০ টাকা কেজি দরে গোস্ত বিক্রি করতে শুরু করেন এবং নিয়মিত এই ন্যায্য মূল্যে বিক্রির প্রতিশ্রুতি দেন।


পরিদর্শনের সময় ফুলকপি প্রতিটি ২০ টাকা, বাঁধাকপি ২০ টাকা, শিম প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকা, পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকা, নতুন আলু ৪০ থেকে ৪৫ টাকা, এবং নতুন আদা প্রতি কেজি ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হতে দেখা যায়। ভোক্তারা স্বাভাবিক মূল্য দেখে সন্তুষ্টি প্রকাশ করেন।


ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, "ভোক্তাদের স্বার্থে আমরা নিয়মিত বাজার পরিদর্শন করছি। বাজারে মধ্যস্বত্বভোগী ও মুনাফাখোরদের নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের উদ্যোগ চলমান থাকবে।"


তরকারি বাজার পরিদর্শনের কারণে বাজারে ভোক্তাদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়। তারা সন্তুষ্টি প্রকাশ করে বলেন, "এই ধরনের কার্যক্রম আমাদের স্বস্তি দিয়েছে। আমরা চাই প্রশাসন সবসময় বাজার মনিটরিং করুক।"


বাজারে পরিদর্শনের ফলে দোকানিরা যথাযথ মূল্য রাখার ব্যাপারে সতর্ক হন এবং ভোক্তারা ন্যায্য মূল্যে পণ্য কিনতে সক্ষম হন। উপজেলা প্রশাসনের এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।