পার্বত্য চট্টগ্রামে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বলেছেন, ‘‘পাহাড়ের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী কাজ করছে। পাহাড়ে বসবাসরত সকল ধর্ম ও বর্ণের মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা আমাদের লক্ষ্য।’’
শনিবার (২৮ ডিসেম্বর) খাগড়াছড়ির য়ংড বৌদ্ধ বিহারে আয়োজিত বুদ্ধমূর্তি দান, চীবর দান, সংঘ দান, অষ্টপরিস্কার দানসহ সংঘদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার আরও বলেন, ‘‘পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন ধর্মের ও জনগোষ্ঠীর মানুষ বসবাস করে। সেনাবাহিনী সবসময় সকলের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। এখানে আমরা সবাই বাংলাদেশী—এটাই আমাদের মনে রাখতে হবে।’’
এছাড়া, তিনি পাহাড়ের বৌদ্ধ ভিক্ষুদের ভূমিকা বিশেষভাবে উল্লেখ করেন। ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বলেন, ‘‘ভিক্ষুদের পরামর্শের মাধ্যমে পাহাড়ের জনগণের মাঝে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। পাহাড়ের জনগণ যেভাবে নিজেদের শান্তি ও সম্প্রীতি কামনা করে, সেনাবাহিনীও ঠিক তেমনভাবেই কাজ করে যাচ্ছে।’’
খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার তার বক্তব্যে আরও বলেন, ‘‘বিগত দিনগুলোতে পাহাড়ে যে অশান্তি সৃষ্টি হয়েছিল, সেখানে ভিক্ষুদের অবদান অনেক। তারা পাহাড়ের জনগণের মধ্যে শান্তি ও সহাবস্থানের বার্তা ছড়িয়ে দিয়েছেন।’’ বর্তমানে খাগড়াছড়িতে যে সম্প্রীতি বিরাজ করছে, তার অনেকটাই অবদান পার্বত্য অঞ্চলের বৌদ্ধ ভিক্ষুদের।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।