নতুন সংবিধানের দাবি জনগণের: আখতার হোসেন

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: মঙ্গলবার ৩১শে ডিসেম্বর ২০২৪ ০৬:৫৪ অপরাহ্ন
নতুন সংবিধানের দাবি জনগণের: আখতার হোসেন

দেশের মানুষ একটি নতুন সংবিধান চায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত 'মার্চ ফর ইউনিটি' শীর্ষক সমাবেশে এ কথা বলেন তিনি।  


আখতার হোসেন বলেন, বাংলাদেশের মানুষ এখন একটি নতুন বাংলাদেশ ও সংস্কার চায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যখন জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠের উদ্যোগ নেয়, তখন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সব রাজনৈতিক সংগঠনের সমন্বয়ে ঘোষণাপত্র পাঠের ঘোষণা দেওয়া হয়। এটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি বড় বিজয়।  


তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন। এ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই সংবিধান সংশোধন করা হবে। দেশের মানুষের বহু দাবি রয়েছে, যা নির্বাচিত প্রতিনিধিদের পূরণ করতে হবে। এ জন্য একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে।  


সমাবেশে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শাহরিয়ার হাসান আলভীর স্মৃতিচারণ করেন তার বাবা মো. আবুল হাসান।  


সমাবেশে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। তারা সবাই নতুন সংবিধানের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং জনগণের স্বার্থে সংবিধান সংস্কারের দাবি জানান।  


এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অভ্যুত্থান পরবর্তী জুলাই প্রক্লেমেশন বা ঘোষণাপত্র প্রকাশের কথা জানিয়েছিল। তবে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসায় সংগঠনটি পূর্বের সিদ্ধান্ত থেকে সরে আসে।  


নতুন সংবিধানের দাবিতে জনগণের এই আওয়াজ দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা।