সচিবালয়ে আগুনের কারণ ‘লুজ কানেকশন’, জানাল তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক
সৌরভ নূর , বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার ৩১শে ডিসেম্বর ২০২৪ ০৬:২৯ অপরাহ্ন
সচিবালয়ে আগুনের কারণ ‘লুজ কানেকশন’, জানাল তদন্ত কমিটি

রাজধানীর সচিবালয়ে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের কারণ হিসেবে বৈদ্যুতিক সংযোগে ত্রুটি বা ‘লুজ কানেকশন’কে দায়ী করেছে গঠিত তদন্ত কমিটি। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এই বিষয়ে সংশ্লিষ্ট একটি প্রতিবেদনে কমিটির পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়।  


তদন্ত কমিটির সদস্যরা জানিয়েছেন, সচিবালয়ের ভবনগুলোর পুরনো বৈদ্যুতিক সংযোগ এবং অব্যবস্থাপনার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। কমিটির প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক লাইনের রক্ষণাবেক্ষণে ঘাটতি থাকায় তারগুলো শিথিল হয়ে পড়ে, যা থেকে সৃষ্ট স্পার্কের কারণে আগুনের সূত্রপাত হয়।  


তদন্তে আরও জানা গেছে, ভবনের ভেতরে অতিরিক্ত বৈদ্যুতিক লোড ব্যবহারের ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। এছাড়া, আগুন লাগার সময় ভবনের অগ্নিনির্বাপক যন্ত্রাংশ সঠিকভাবে কাজ না করায় ক্ষয়ক্ষতির মাত্রা বৃদ্ধি পায়।  


এই বিষয়ে সচিবালয়ের একজন কর্মকর্তা বলেন, সচিবালয়ের ভবনগুলোর অনেকাংশেই পুরনো বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। দ্রুত এসব সরঞ্জাম প্রতিস্থাপন না করা হলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।  


তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে সচিবালয়ের বৈদ্যুতিক লাইনগুলো দ্রুত পুনঃস্থাপনের পাশাপাশি আধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা নিশ্চিত করার সুপারিশ করেছে। এছাড়া, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং বৈদ্যুতিক নিরাপত্তা পর্যালোচনার ওপর জোর দেওয়া হয়েছে।  


এদিকে, সচিবালয়ের এই অগ্নিকাণ্ডের ঘটনায় কর্মরত অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। একজন কর্মচারী জানান, আগুন লাগার পরপরই সবাই দ্রুত ভবন থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে সময়মতো অগ্নিনির্বাপক কর্মীদের উপস্থিতি এবং তাদের কার্যকর পদক্ষেপের কারণে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।  


উল্লেখ্য, সচিবালয়ে আগুন লাগার এই ঘটনা ইতিমধ্যেই ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে, কেন এত গুরুত্বপূর্ণ একটি স্থাপনার নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত প্রতিবেদন অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।