বিজিবির তৎপরতা, তীর্থমুখে অবৈধ গমন রোধে প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক
আরিফুল ইসলাম মহিন -খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার ৩১শে ডিসেম্বর ২০২৪ ০৬:২৯ অপরাহ্ন
বিজিবির তৎপরতা, তীর্থমুখে অবৈধ গমন রোধে প্রস্তুতি

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় আসন্ন তীর্থমুখ/পৌষ সংক্রান্তী মেলা উপলক্ষে ব্যাটালিয়ন ৩ বিজিবির উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার লোগাং জোন সদর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জনপ্রতিনিধি, সাংবাদিক, হেডম্যান, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সভায় পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া বলেন, তীর্থমুখ মেলায় অংশগ্রহণকারী স্থানীয় লোকজনদের অবৈধ পথে গমনাগমন থেকে বিরত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, প্রতি বছরের মতো এ বছরও তীর্থমুখ মেলা এবং এর সংক্রান্ত সকল আনুষ্ঠানিকতা সুষ্ঠুভাবে আয়োজিত হবে।


আলোচনায় তিনি আরও বলেন, মেলা উপলক্ষে সীমান্ত এলাকায় মাদকদ্রব্য চোরাচালান, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ পাচার, নারী ও শিশু পাচার এবং সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি কার্যকর ভূমিকা পালন করবে। তিনি বলেন, বিজিবি সীমান্ত এলাকাগুলোতে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি চালিয়ে যাচ্ছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।


উপস্থিত সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি স্থানীয় জনসাধারণকে এ ধরনের অবৈধ কার্যকলাপ থেকে বিরত রাখা বিজিবির দায়িত্বের অংশ। তাই বিজিবি ও স্থানীয় জনগণের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক আরো দৃঢ় করার প্রয়োজনীয়তা রয়েছে।


সভায় মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির ওপরও জোর দেওয়া হয়। এছাড়া মেলা চলাকালীন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনসাধারণকেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


এ ধরনের মতবিনিময় সভা আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে স্থানীয়দের অভিমত।