টেকনাফে ৬০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আমান উল্লাহ কবির, উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: মঙ্গলবার ৩১শে ডিসেম্বর ২০২৪ ১১:২২ পূর্বাহ্ন
টেকনাফে ৬০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফ উপজেলার উনচিপ্রাং এলাকায় অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫। অভিযানে আটককৃত ব্যক্তির নাম মোঃ তারেকুর রহমান মানিক (২২)। তিনি হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং পূর্ব পাড়া এলাকার সাইফুল হকের ছেলে।  


র‌্যাব সূত্র জানায়, সোমবার (৩০ ডিসেম্বর) সকালে সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং এলাকায় অভিযান চালায়। সেখানে ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য কিছু ব্যক্তি অবস্থান করছে এমন খবর পেয়ে অভিযান শুরু করে তারা।  


র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মোঃ তারেকুর রহমান মানিককে আটক করা হয়। এ সময় তার সহযোগী আরও ২-৩ জন মাদক কারবারী পালিয়ে যায়। আটক মানিকের কাছ থেকে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।  


প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানিক জানায়, তিনি এবং তার সহযোগীরা মিলে জব্দকৃত ইয়াবাগুলো ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল।  


র‌্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মোঃ কামরুজ্জামান অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।”  


মাদক নির্মূলে র‌্যাবের এমন ধারাবাহিক অভিযান স্থানীয় বাসিন্দাদের মধ্যে আশার সঞ্চার করেছে। তবে পলাতক অন্যান্য মাদক কারবারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।  


এ ধরনের অভিযান মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানেরই প্রতিফলন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছেন, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।