নওগাঁর স্বেচ্ছাসেবী সংগঠন ‘রূপসী নওগাঁ’ ৩১ ডিসেম্বর রাতটি উদযাপন করেছে এক ভিন্নধর্মী আয়োজনে। শান্তাহার রেলস্টেশনে শীতার্ত ও অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিয়ে বছরের শেষ রাতটি স্মরণীয় করে রেখেছেন তারা।
২০২৪ সালকে বিদায় এবং ২০২৫ সালকে স্বাগত জানিয়ে সংগঠনটি ৫০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। এই উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মুখে ফুটেছে হাসি। তাদের দোয়া ও ভালোবাসায় সিক্ত হয়েছে রূপসী নওগাঁ।
সংগঠনটির পরিচালক ডেন্টিস্ট খালেদ বিন ফিরোজ বলেন, আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার। এই রাতে যেখানে অনেকেই আতশবাজি, ফানুস উড়িয়ে, কিংবা নানা ধরনের অপচয়মূলক কর্মকাণ্ডে ব্যস্ত থাকে, সেখানে আমরা চেষ্টা করেছি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। তিনি আরও জানান, ফানুস উড়ানোর কারণে অনেক দুর্ঘটনা ঘটেছে। তাই এ ধরনের অপচয় না করে দুঃস্থ মানুষের উপকারে কাজ করা উচিত।
রূপসী নওগাঁ-এর সাধারণ সম্পাদক ইঞ্জি. সাজু রহমান সুজন বলেন, বিশেষ দিনগুলো স্মরণীয় রাখতে সমাজের জন্য ইতিবাচক কিছু করলে তা আরও অর্থবহ হয়ে ওঠে। মানুষের মুখে হাসি ফোটানোই তাদের লক্ষ্য।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ডেন্টিস্ট খালেদ বিন ফিরোজ, সাধারণ সম্পাদক ইঞ্জি. সাজু রহমান সুজন, সহ-সাধারণ সম্পাদক জাহিদ হাসান সাদ্দাম, সদস্য সাঈদ জোবায়েদ অনিক, মাওলানা শামীম আহমেদ নুরী, এনআরবিসি ব্যাংক নওগাঁ শাখার অপারেশন ম্যানেজার একেএম নাছরুল হুদা, কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লুৎফর রহমান, কায়েস সরদার, আঃ মজিদ, হাবিব এবং আজিজুর রহমান রাজা।
উল্লেখ্য, ২০১৬ সালে প্রতিষ্ঠিত রূপসী নওগাঁ নানা সামাজিক কার্যক্রমে অবদান রেখে আসছে। এর মধ্যে রয়েছে গরীব শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, পথশিশুদের খাদ্য ও শিক্ষা ব্যবস্থা, রক্তদান কর্মসূচি, শীতবস্ত্র বিতরণ, অসহায়দের চিকিৎসা সহায়তা, বৃক্ষরোপণ এবং মাদকবিরোধী সচেতনতা। এছাড়া বেওয়ারিশ লাশ দাফন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো মানবিক কর্মকাণ্ডে সংগঠনটি নিয়মিত ভূমিকা রেখে চলেছে।
রূপসী নওগাঁর এমন উদ্যোগ প্রমাণ করে যে সামান্য প্রচেষ্টায়ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। সংগঠনটি তাদের এই ধরনের কাজ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।