আল চিশতীর মাজারে হামলা ও প্যান্ডেল ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি , নাটোর
প্রকাশিত: মঙ্গলবার ৩১শে ডিসেম্বর ২০২৪ ১০:১১ অপরাহ্ন
আল চিশতীর মাজারে হামলা ও প্যান্ডেল ভাঙচুর

নাটোর সদর উপজেলার লোচনগড় গ্রামে আল চিশতীর মাজার প্রাঙ্গণে আয়োজিত বাৎসরিক বাউল উৎসবের প্যান্ডেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার রাতে এই হামলার কারণে মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এমন বাউল সংগীতের আসর স্থগিত করা হয়েছে। মাজার কমিটির সভাপতি হোসেন কবিরাজ জানান, প্রতিবছরের মতো এবারও ওরসের আয়োজন চলছিল। তবে স্থানীয়ভাবে ২ লাখ টাকা চাঁদার দাবি করা হয়েছিল। এ বিষয়ে আলোচনার জন্য তেবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম তাকে ডেকেছিলেন, তবে তিনি যেতে পারেননি।  


হোসেন কবিরাজ জানান, সোমবার গভীর রাতে মাজারে হামলা চালানো হয়। হামলাকারীরা মাজারের গেট, প্যান্ডেল, খানকা এবং দরবারের কক্ষে ভাঙচুর করে। এ সময় খাদিজা নামে এক নারী ভক্ত আহত হন।  


এ বিষয়ে তেবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম জানান, আশপাশের গ্রামগুলোর ইমামরা মাজারে কিছু অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ করেছিলেন। ইমামদের অনুরোধে তিনি বিষয়টি নিয়ে মাজার কমিটির সভাপতিকে ডেকেছিলেন, তবে এ ছাড়া তিনি কোনো ভূমিকা রাখেননি।  


স্থানীয়দের দাবি, মাজারের নামে গাঁজা-মদ সেবন ও উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানোর অভিযোগ দীর্ঘদিনের। প্রতিবছর এমন কার্যক্রম এলাকাবাসীর বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। স্থানীয় এক বাসিন্দা জানান, নিষেধাজ্ঞা অমান্য করায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে মাজারে হামলা চালিয়েছে।  


সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান জানান, ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায়। তবে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  


এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য কাজ করছে।