দিনাজপুরের নবাবগঞ্জ উপজলা স্বাস্থ্য কমপ্লক্স নানা সমস্যায় জর্জরিত

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি , দিনাজপুর
প্রকাশিত: মঙ্গলবার ১৬ই জুলাই ২০২৪ ১২:২০ অপরাহ্ন
দিনাজপুরের নবাবগঞ্জ উপজলা স্বাস্থ্য কমপ্লক্স নানা সমস্যায় জর্জরিত

 দিনাজপুরের নবাবগঞ্জ উপজলা স্বাস্থ্য  কমপ্লক্স নানা সমস্যায় জর্জরিত হয় পড়ছ। চিকিৎসকসহ বিভিন পদ জনবল সংকট, শয্যা স্বল্পতা, যন্ত্রাংশ অচল, বদ্যুতিক সমস্যাসহ নানা সমস্যা দখা দিয়ছ কমপ্লক্সটিত। স্বাস্থ্য কমপ্লক্সর এনসিডি কর্ণার গিয় দখা যায়, সবিকারা রাগীদর রক্তচাপ আর ডায়াবটিস পরীক্ষা কর ওষুধ দিছন। সখান কান চিকিৎসক নই। ফার্মসিত একজন সবিকা রাগীদর ওষুধ সরবরাহ করছন। ভবন আলট্রাসনাগ্রাম মশিন থাকলও তা বন্ধ রয়ছ।


এভাব কমপ্লক্সটিত চিকিৎসা সবা কার্যক্রম চলছ। ফল এলাকাবাসী কাখিত চিকিৎসা সবা থক বঞ্চিত হছ। বিষয়টি নিয় কমপ্লক্স অতিরিক্ত দায়িত্ব থাকা উপজলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসনাত রবিন জানান, স্বাস্থ্য কমপ্লক্সটি ৩১ শয্যা বিশিষ্ট। ৫০ শয্যায় উনিতকরণ অবকাঠামা নির্মাণ হলও তা চালু হয়নি। রাগী বশি হলও ৩১ জনর বশি বরাদ্দ ব্যবহারর সুযাগ নই। চিকিৎসকসহ অন্যান্য পদ জনবল সংকট তা আছই। তিনি আরও জানান, বিদ্যুৎ চল গল অন্ধকার হয় যায়। জনারটর থাকলও তল বরাদ্দ নই।


২টি আইপিএস থাকল বিদ্যুৎ সমস্যার কিছুটা হলও সমাধান হতা। সমস্যা রয়ছ পর্যাপ্ত ফ্যানরও। আর আলট্রানাগ্রাম মশিনটি চিকিৎসক অভাব একদিক যমন বন্ধ রয়ছ তমনি সটির প্রিটারও খারাপ। সংশ্লিষ্ট বিভাগর কর্মকর্তা ও স্থানীয় উপজলা প্রশাসনর সহযাগিতায় এসব সমস্যা সমাধানর চষ্টা চালিয় যাওয়া হছ। গ্রামীণ জনপদর মানুষর চিকিৎসা সবা প্রদান কমপ্লক্সটিত চিকিৎসকসহ বিভিন পদ জনবল দয়াসহ সকল সমস্যার সমাধান কর চিকিৎসা সবা নিশ্চিত করত সংশ্লিষ্ট বিভাগর উর্ধতন কর্তপক্ষর দষ্টি আকর্ষণ করছন এলাকাবাসী।