র্যাব পরিচয়ে চাঁদাবাজি, আটক ১

নিজস্ব প্রতিবেদক
নেছার উদ্দিন খান, স্টাফ রিপোর্টার, সাভার:
প্রকাশিত: রবিবার ১৯শে জুন ২০২২ ০১:৪৭ অপরাহ্ন
র্যাব পরিচয়ে চাঁদাবাজি, আটক ১

সাভারের আশুলিয়ায় র্যাব পরিচয়ে পরিবহনে চাঁদাবাজি করতে গেলে খবর পেয়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশ রবিউল নামের এক বেক্তিকে আটক করে।রোববার (১৯জুন)সকালে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক রবিউল ইসলাম আশুলিয়ার গুমাইল বাংলাবাজার এলাকার জহিরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া। তার গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ থানার সিঙ্গারুল গ্রামে।


আশুলিয়া থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন বলেন, র্যাব পরিচয়ে ওই ব্যক্তি আজ বাইপাইল এলাকায় বিভিন্ন পরিবহন থেকে ৫০-১০০ টাকা চাঁদা উত্তোলন করছিলেন। এসময় ট্রাফিক পুলিশ তাকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে। সে র্যাবের  একটি পোলো টি-শার্ট পরিহিত ছিলেন।’


তিনি আরও বলেন, প্রাথমিক ভাবে জানতে পেরেছি, ওই ব্যক্তি প্রায় ২-৩ মাস ধরে বাইপাইল এলাকায় বিভিন্ন পরিবহনে চাঁদাবাজি করে আসছিলেন। তার বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।’