ধর্মীয় শিক্ষায় শিক্ষিতরা এখন এগিয়ে যাচ্ছে- নওগাঁর ডিসি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ অক্টোবর ২০২৪, ০:৫৫

শেয়ার করুনঃ
ধর্মীয় শিক্ষায় শিক্ষিতরা এখন এগিয়ে যাচ্ছে- নওগাঁর ডিসি

নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেছেন, ধর্মীয় শিক্ষার গুরুত্ব অপরিসীম এবং বর্তমানে ধর্মীয় শিক্ষায় শিক্ষিতরা সমাজে এগিয়ে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, দেশের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে মাদ্রাসায় লেখাপড়া করা ছেলেমেয়েরা মেধা স্থান দখল করছে এবং প্রশাসন ক্যাডারে তারা উত্তীর্ণ হচ্ছেন। 

মঙ্গলবার দুপুরে নওগাঁ জেলা মডেল মসজিদ মিলনায়তনে "দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন ও পরিচালনা" শীর্ষক প্রকল্পের আওতায় জেলায় স্থাপিত মাদ্রাসায় কর্মরত শিক্ষকদের নিয়ে তিন দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জেলা প্রশাসক আব্দুল আউয়াল বলেন, “প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞানকে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে হবে।” তিনি মাদ্রাসা শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয় করে দেশ ও জাতিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। 

উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন নওগাঁর উপ-পরিচালক সাফিউজ্জামান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফিল্ড অফিসার তৌফিকুর রহমান, সুপারভাইজার মোহাম্মদ আকবর হোসেন এবং অন্যান্য কর্মকর্তাগণ। 

https://enews71.com/storage/ads/01JQ184AJV9F0T856X9BBSG85X.gif

প্রশিক্ষণ কোর্সে প্রায় অর্ধশতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন এবং আগামী ৩ অক্টোবর পর্যন্ত এটি চলবে। 

জেলা প্রশাসক বলেন, “মাদ্রাসার শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা দেয়ার মাধ্যমে তাদের সমাজে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।” তিনি উল্লেখ করেন, ধর্মীয় শিক্ষা শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ উন্নত করতে সাহায্য করে, যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের উন্নতির পথ প্রশস্ত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক।

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ, দর্শনার্থীরা নিরাপদে

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ, দর্শনার্থীরা নিরাপদে

রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানার একটি সিংহ শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে খাঁচা থেকে বের হয়ে গেছে। চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার সাংবাদিকদের জানান, সিংহটি চিড়িয়াখানার ভেতরেই রয়েছে এবং তার গতিবিধি লক্ষ্য করে ধরার চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন, “চিড়িয়াখানা থেকে হারিয়ে যায়নি। দর্শনার্থীরা নিরাপদে বের হয়ে গেছেন।” সিংহটি কিভাবে বের হলো তা জানতে চাইলে তিনি জানান, হয়তো তালা ঠিকমতো লাগানো

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গোপালপুরে দোয়া মাহফিল

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গোপালপুরে দোয়া মাহফিল

বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় গোপালপুরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে (৫ ডিসেম্বর)  শুক্রবার বিকালে সূতী ভি.এম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা বিএনপি'র সভাপতি ও সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে

খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাঁচবিবিতে দোয়া মাহফিল

খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাঁচবিবিতে দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জয়পুরহাটের পাঁচবিবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুমা সাড়ারপাড়া জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে যুবনেতা মোঃ রাকিব হোসেন। এসময় রায়হান আলী মন্ডল,রহেদুল ইসলাম, জামিরুল ইসলামসহ বিভিন্ন অঙ্গ সংগঠন নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।  এছাড়াও উপজেলার বিভিন্ন মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। 

তারেক রহমান ভোটার কি না—এ প্রশ্ন অবান্তর: অ্যাটর্নি জেনারেল

তারেক রহমান ভোটার কি না—এ প্রশ্ন অবান্তর: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না—এ প্রশ্ন অবান্তর। তিনি বলেন, “যেহেতু তিনি নির্বাচন করতে চেয়েছেন, তাহলে ধরে নিতে হবে তিনি বাংলাদেশের ভোটার ও নাগরিক।” শুক্রবার (৫ ডিসেম্বর) ঝিনাইদহের শৈলকূপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে হাজী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, জুলাই গণহত্যা মামলার

শ্রীমঙ্গলে নিখোঁজের চার দিন পর খাল থেকে নারীর মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গলে নিখোঁজের চার দিন পর খাল থেকে নারীর মরদেহ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিখোঁজের চার দিন পর ফুলমতি বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার ভূনবীর ইউনিয়নের আলীশারকুল গ্রামের একটি খালে ভাসমান অবস্থায় স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহত ফুলমতি বেগম ওই গ্রামের মো. দিলদার মিয়ার মেয়ে। পরিবার জানায়, গত ১ ডিসেম্বর রাত ১টার দিকে ঘরের বাইরে প্রসাব করতে