জয়পুরহাটে পকেট কমিটি বাতিলের দাবিতে বিএনপি'র বিক্ষোভ কুশপুত্তলিকা দাহ

নিজস্ব প্রতিবেদক
সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার ৩০শে মে ২০২২ ০৫:০১ অপরাহ্ন
জয়পুরহাটে পকেট কমিটি বাতিলের দাবিতে বিএনপি'র বিক্ষোভ কুশপুত্তলিকা দাহ

জয়পুরহাট সদর উপজেলার দোগাছি ইউনিয়নের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের ব্যানারে সদ্য ঘোষিত একতরফা পকেট কমিটি বাতিলের দাবিতে কেন্দ্রীয় বিএনপি'র সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দনের কুশপুত্তলিকা দাহ ও সদর উপজেলা বিএনপি'র আহবায়ক এডভোকেট হেনা কবিরকে অবাঞ্চিত ঘোষণা করা হয়। 


রবিবার (২৯মে) বিকেলে ওই ইউনিয়নের শিমুলতলী ও আমতলী থেকে পৃথক দুটি বিক্ষোভ মিছিল কুঠিবাড়ি ব্রিজ বাজারে এসে গণজমায়েত হয়ে চন্দনের কুশপুত্তলিকা দাহ শেষে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 


উক্ত সভায় বর্তমান সদস্য ফেরদৌস হোসেন, সাবেক জেলা বিএনপি'র সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামসুল আলম বাবু, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মেশকাত হাছান ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলামসহ বিএনপি'র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের উপস্থিতিতে বক্তব্য রাখেন, 


ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক সাবেক মেম্বার ইউসুফ আলী, সাবেক মেম্বার সহ-সভাপতি জাকির হোসেন ও জেলা যুবদলের সদস্য বেলায়েত হোসেন বেনু।বক্তারা অভিযোগ করে বলেন, গত ১৮ মে দোগাছি ইউনিয়ন বিএনপি'র আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। 


ওই কমিটি থেকে দলের ত্যাগী  ও নির্যাতিত নেতাকর্মীদের বাদ দেওয়া হয়েছে। তারা আরো বলেন, ওবায়দুর রহমান চন্দন ও অ্যাডভোকেট হেনা কবির যোগসাজশে অর্থের বিনিময় এ কমিটি করেছে। অবিলম্বে এ পকেট কমিটি বাতিল করে ত্যাগী ও নির্যাতিতদের সমন্বয়ে নতুন কমিটি করার আহবান জানান তারা। 


ওই সমাবেশের পূর্বে  ছাত্র দলের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগ ক্যাডারদের গুলিবর্ষণ সশস্ত্র হামলার প্রতিবাদে ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তাদুল হক আদনান, দোগাছি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বেলায়েত হোসেন বেনুকে ফেসবুকে কটুক্তি করার প্রতিবাদে আমতলীতে দোগাছি ইউনিয়ন ছাত্রদলের ব্যানারে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে।