পুলিশের এসআই হলেন চবি'র ৬৮ জন শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ১৮ই জুন ২০২১ ০৪:১৬ অপরাহ্ন
পুলিশের এসআই হলেন চবি'র ৬৮ জন শিক্ষার্থী

বাংলাদেশ পুলিশের ৩৮তম বহিরাগত ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন বিভাগের মোট ৬৮ জন শিক্ষার্থী।





বৃ্হস্পতিবার (১৭ জুন) সদ্য নিয়োগপ্রাপ্ত চবির ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের শিক্ষার্থী মাহাথির বিন মোহাম্মদ আমাদের বিষয়টি নিশ্চিত করেন।




২০২০ সালের ১৪ জুন থেকে রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে তাদের প্রশিক্ষণ শুরু হয়েছিল। আর গত সোমবার (১৪ জুন) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বছরব্যাপি তাদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়। 





প্রশিক্ষণে মোট অংশগ্রহণ করে ১ হাজার ২৩১ জন। চলতি মাস থেকেই তারা পুলিশের বিভিন্ন ইউনিটে সাব-ইন্সপেক্টর (এসআই) হিসেবে দায়িত্ব পালন করবেন।





এ বিষয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত সাব-ইন্সপেক্টর (এসআই)  মাহাথির বিন মোহাম্মদ বলেন, "বছরব্যাপী কঠোর প্রশিক্ষণ শেষ হলো আমাদের। প্রশিক্ষণার্থীদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমরা ৬৮ জন ছিলাম। আমরা সবাই একসঙ্গে ট্রেনিংয়ের সুযোগ পেয়েছি। বিষয়টি সত্যি খুব আনন্দের। 





তিনি বলেন, আমাদের পোস্টিং হয়েছে। খুব শীঘ্রই দেশের বিভিন্ন প্রান্তে মানুষের সেবায় নিয়োজিত হবো আমরা। দেশের সেবায় নিজেদের সম্পৃক্ত করতে পারবো ভেবে খুব ভালো লাগছে"