লালপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
মোঃ আশিকুর রহমান টুটুল, জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: মঙ্গলবার ১৩ই এপ্রিল ২০২১ ১০:১৬ পূর্বাহ্ন
লালপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নাটোরের লালপুর উপজেলার ৫শ জন ক্ষুদ্র ও প্রান্তিক ধান চাষীদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১৩এপ্রিল) সকাল ১১ টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিপ -১ মৌসুমে কৃষি প্রনোদনার আওতায় আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে এই বীজ ও সার বিতরণ করা হয়।


প্রতিজন কৃষককে এক বিঘা জমির জন্য ৫ কেজি ধানের বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাম্মী আক্তারের সভাপতিত্বে  লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে এই বীজ ও সার বিতরণ করেন।


এসময় লালপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার বানু, উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।