
প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৯, ১৬:১৬

ইসলাম শান্তি ও সম্প্রীতির একমাত্র মনোনীত ধর্ম। ইসলামি জীবন-যাপনে রয়েছে শান্তি আর শান্তি। কুরআন ও সুন্নাহর প্রতিটি ধাপে ধাপে তা আলোচিত হয়েছে। বিশ্বব্যাপী আজ তা প্রমাণিত ও স্বীকৃত। মুসলিম কিংবা অমুসলিম যেই এ আদর্শে জীবন পরিচালনা করবে দুনিয়ার শান্তি তার জন্য সুনিশ্চিত। এ কারণে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তারই প্রিয় সাহাবি হজরত আলি রাদিয়াল্লাহু আনহুকে উপদেশ স্বরূপ মানুষের মানবীয় দোষ ও গুণের আলামতগুলো বর্ণনা করেছেন। যা জেনে নেয়া এবং এর ওপর আমল করা আবশ্যক। আর তাহলো-
হজরত আলি ইবন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমাকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘হে আলি! মূসা আলাইহিস সালামের কাছে হারুন আলাইহিস সালামের মর্যাদা যেমন, আমার কাছে তোমার মর্যাদা তেমন। তবে আমার পরে আর কোনো নবি আসবে না। তাই তোমাকে কিছু অসিয়ত করি (উপদেশ)। যদি তুমি তা গ্রহণ কর তবে তুমি সুখী ও সৌভাগ্যবান হয়ে বেঁচে থাকবে। আর তুমি শহিদী মৃত্যু লাভ করবে। কেয়ামতের দিন তোমার প্রতিপালক তোমাকে ফকিহ ও আলেম করে ওঠাবেন।
হে আলি! মুমিনের আলামত ৩টি-
হে আলি! মুনাফিকের আলামত ৩টি-
হে আলি! জালেম অত্যাচারির আলামত ৩টি-
হে আলি! হিংসুকের আলামত ৩টি-
হে আলি! মুনাফিকের আলামত ৩টি-
হে আলি! অলসের আলামত ৩টি-
হে আলি! জ্ঞানীর আলামত ৩টি-
হে আলি! ধৈর্যশীলদের আলামত ৩টি-
হে আলি! আহাম্মকের আলামত ৩টি-
হে আলি! সৌভাগ্যবান ব্যক্তির আলামত ৩টি-
হে আলি! হতভাগ্য ব্যক্তির আলামত ৩টি-
হে আলি! মন্দ ব্যক্তির আলামত ৩টি-
হে আলি! সৎ ব্যক্তির আলামত ৩টি-
হে আলি! মুত্তাকি ব্যক্তির আলামত ৩টি-
হে আলি! ফাসিক ব্যক্তির আলামত ৩টি-

হে আলি! সিদ্দিক বা সত্যবাদী ব্যক্তির আলামত ৩টি-
হে আলি! নিচু লোকের আলামত ৩টি-
হে আলি! অপমানিত লোকের আলামত ৩টি-
হে আলি! নিষ্ঠাবান ব্যক্তির আলামত ৩টি-
হে আলি! দানশীল ব্যক্তির আলামত ৩টি-
হে আলি! কৃপণ ব্যক্তির আলামত ৩টি-
হে আলি! তোমার প্রতি নসিহত-
হে আলি! আল্লাহ তাআলা যদি তোমাকে ৪টি গুণ দিয়ে সম্মানিত করেন তবে দুনিয়াতে কেনো কিছু না পেলেও তোমার আক্ষেপ করার প্রয়োজন হবে না। আর গুণ ৪টি হলো-
অবিশ্বাসীদের সঙ্গে আচরণ
তিনি আরো বলেন-
হে আলি!-
হে আলি!-
হে আলি!
হে আলি!
হে আলি
হে আলি!
হে আলি!
প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হজরত আলির মাধ্যমে মানবজাতির জন্য এ সব নসিহত রেখে গেছেন। যাতে রয়েছে মানবজাতির জন্য কল্যাণ ও বরকত। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সব ভালো ও সৎ গুণগুলোর মাধ্যমে জীবন সাজানোর তাওফিক দান করুন। আর যেগুলো খারাপ তা থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন। সুন্নাতি জীবন যাপনের মাধ্যমে দুনিয়া ও পরকালের সফলতা লাভের তাওফিক দান করুন। আমিন।
ইনিউজ ৭১/এম.আর