বরিশালের হিজলা উপজেলায় একটি শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৯ জুন সন্ধ্যায় হিজলার গুয়াবাড়িয়া ইউনিয়নের নরসিংহপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিশুর মা ২৬ জুন হিজলা থানায় মামলা দায়ের করেন। মামলার নথি অনুযায়ী, পাশের বাড়ির নাবালিকা পাঁচ বছরের শিশুটিকে ফোরকানুল ইসলাম (রিহান মীর) টয়লেটে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।
মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪)(খ) ধারায় রুজু করা হয়েছে। মামলার নম্বর ২০ এবং জিআর নম্বর ১৫৪/২৫। পুলিশের তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে।
মঙ্গলবার (১ জুলাই) রাজধানী ঢাকা থেকে অভিযুক্ত রিহান মীরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকারী কর্মকর্তা হিজলা থানার এসআই মো. নুর আমিন (নিঃ) জানান, আসামির বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে।
আসামি সৈয়দ ফোরকানুল ইসলাম রিহান মীর (১৯) এর পিতার নাম সৈয়দ অপু সরোয়ার। পুলিশ তার বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিত করার চেষ্টা করছে।
স্থানীয়রা ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন। শিশু সুরক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।