প্রকাশ: ২ জুলাই ২০২৫, ২১:৫৭
২৩ বছর পর অনুষ্ঠিত হলো পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। এই সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। বুধবার সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। ব্যায়ামাগার চত্বরে সম্মেলনস্থল মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে। কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শোনার জন্য বসানো হয় ডিজিটাল স্ক্রিন, যাতে সম্মেলনস্থল ছাড়াও আশপাশের এলাকাজুড়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।