প্রকাশ: ২ জুলাই ২০২৫, ২২:১৭
নওগাঁর বদলগাছী মহিলা কলেজে অধ্যক্ষের চেয়ার দখলকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে নাটকীয় ও উত্তপ্ত পরিস্থিতি। কলেজের স্থায়ী অধ্যক্ষ মাহবুব আলম দায়িত্বে থাকলেও জ্যেষ্ঠ প্রভাষক ইমামুল হোসেন নিজেকে ‘ভারপ্রাপ্ত অধ্যক্ষ’ দাবি করে সরাসরি তার পাশে বসে দায়িত্ব পালনের ঘোষণা দেন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে হাতাহাতির মতো ঘটনাও ঘটে।