প্রকাশ: ২ জুলাই ২০২৫, ২২:৯
বরিশালের বানারীপাড়া পৌর শহরের সিংহভাগ সড়কের বেহাল দশা জনজীবনে চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পৌরসভার ১ নম্বর ওয়ার্ড থেকে শুরু করে ৯ নম্বর ওয়ার্ড পর্যন্ত প্রতিটি সড়কেই দেখা গেছে ছোট-বড় অসংখ্য গর্ত। দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে এসব সড়কের পিচ, পাথর ও খোয়া উঠে গিয়ে রাস্তাগুলো পরিণত হয়েছে খানাখন্দে ভরা মরণ ফাঁদে।