প্রকাশ: ৪ জুলাই ২০২৫, ১৭:১৫
সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুল ইসলাম বলেন, দেশে বর্তমানে যে মব জাস্টিস ও নৈরাজ্যের পরিবেশ সৃষ্টি হয়েছে, তাতে কোনোভাবেই গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। তিনি বলেন, নির্বাচনের আগে অবশ্যই সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে, নইলে নির্বাচনে অংশগ্রহণ করা কঠিন হবে।
শুক্রবার সকালে এই মতামত দেন তিনি। পাটগ্রামে সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে তিনি বলেন, শুধু একটি অঞ্চল নয়, পুরো দেশেই নৈরাজ্য ও অব্যবস্থাপনা প্রকট আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব নয়।
তিনি বলেন, একটি সহিংস ও আতঙ্কগ্রস্ত পরিবেশে কোনো রাজনৈতিক দলের পক্ষেই সুষ্ঠু প্রচার ও নির্বাচনী কার্যক্রম চালানো সম্ভব নয়। তাই তিনি প্রথমে সুষ্ঠু রাজনৈতিক সংস্কারের ওপর জোর দেন।
ডা. শফিকুল ইসলাম জানান, তার দল জামায়াতে ইসলামি দীর্ঘদিন ধরেই সহিংসতা ও মব পলিটিক্সের বিরোধিতা করে আসছে। ১৯৭২ সাল থেকে তারা এই অবস্থান বজায় রেখেছে এবং ভবিষ্যতেও সেটি অটল থাকবে।
তিনি আরও বলেন, সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানই হতে পারে রাজনৈতিক স্থিতিশীলতার পথ। আর এজন্যই তারা সংস্কারের প্রস্তাব দিয়েছেন এবং সংলাপের মাধ্যমে সমাধানে পৌঁছাতে আহ্বান জানিয়েছেন।
সরকারের দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, সরকার যদি চায় যে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হোক, তবে তাদের উচিত অবিলম্বে সব ধরনের রাজনৈতিক সহিংসতা ও বিচারবহির্ভূত কর্মকাণ্ড বন্ধ করা।
এ সময় তিনি দেশের বিভিন্ন স্থানে জামায়াত নেতাকর্মীদের ওপর দমন-পীড়নের অভিযোগও তুলে ধরেন এবং বলেন, রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতা হরণ করা হচ্ছে, যা গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থী।
বক্তব্যের শেষে তিনি সৈয়দপুর ত্যাগ করে বিকাল ৩টায় রংপুরে একটি জনসভায় যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা হন। সেখানে তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনী পরিস্থিতি ও পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করবেন।