প্রকাশ: ৪ জুলাই ২০২৫, ২২:৭
ভাষা, সংস্কৃতি ও দেশের ভিন্নতা প্রেমে বাধা হতে পারেনি। ভালোবাসার টানে মালয়েশিয়া থেকে পাড়ি দিয়ে বাংলাদেশে এসে প্রেমিক জামিল হোসেনের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন মালয়েশীয় তরুণী নাজিয়া বিনতে শাহরুল হিজাম। নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ি ইউনিয়নের বিলাশবাড়ি গ্রামে স্থানীয়ভাবে বিয়ের অনুষ্ঠান ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। বিয়ের খবরে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে, আর ভিনদেশী নববধূকে একনজর দেখতে ভিড় করছেন শত শত মানুষ।