প্রকাশ: ৪ জুলাই ২০২৫, ২০:৪৩
রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশের মাদকবিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ হাতেনাতে আটক করেছে পুলিশ। শুক্রবার (৪ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে দৌলতদিয়া ইউনিয়নের পোড়াভিটা সংলগ্ন শহিদ মিনারের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে ১০০ গ্রাম গাঁজা, গাঁজা বিক্রির নগদ সাড়ে ৪ হাজার টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।