সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে আদালত তার জমি, ফ্ল্যাটসহ ৪৫টি স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে তার ১৬টি গাড়ি, ১৯টি ব্যাংক হিসাবে থাকা প্রায় ৫৭ কোটি টাকা এবং যৌথ মালিকানাধীন চারটি কোম্পানির এক কোটি ৩৪ লাখ টাকাও ক্রোকের নির্দেশ দেয়া হয়েছে। গত রবিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদের আবেদনের ভিত্তিতে এ আদেশ মঞ্জুর হয়।
এর আগে গত ২৫ নভেম্বর আদালত জান্নাত আরা হেনরী, তার স্বামী এবং মেয়ের দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছিলেন। দুদক জানায়, জান্নাত আরা হেনরী ও তার স্বামী শামীম তালুকদারের ৪৯টি ব্যাংক হিসাবে প্রায় ৩ হাজার ৮৯৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে ৭৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ২৩ ডিসেম্বর পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
দুদক সূত্রে আরও জানা যায়, জান্নাত আরা হেনরীর বিরুদ্ধে গত ২০ আগস্ট থেকে অনুসন্ধান শুরু হয় এবং ১ অক্টোবর মৌলভীবাজার থেকে তাকে ও তার স্বামীকে গ্রেপ্তার করা হয়। মামলাগুলোর তদন্তে অবৈধ সম্পদের তথ্য নিশ্চিত হওয়ার পর এসব সম্পত্তি ক্রোকের আবেদন করা হয়। আদালতের নির্দেশ অনুযায়ী, এসব সম্পত্তি ক্রোকের কার্যক্রম দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।