প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ১৮:১৩
জুলাই মাসে সংঘটিত গণহত্যার বিচারের লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ তথ্য শেয়ার করে লিখেছেন, "ট্রাইব্যুনাল ইজ রেডি। এবার আসো খেলা হবে!"
তিনি আরও উল্লেখ করেন, "খুনি হাসিনার বানানো আইনে এবং তার তৈরি ট্রাইব্যুনালে হাসিনা ও তার দোসরদের বিচার হবে, ইনশাআল্লাহ।" এই ঘোষণার মধ্য দিয়ে তিনি গণহত্যার বিচারকে সামনে নিয়ে আসার ক্ষেত্রে তার প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন।
নতুন ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার। তাঁর সঙ্গী হিসেবে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মহিতুল হক এনাম চৌধুরী নিয়োগ পেয়েছেন। ট্রাইব্যুনালটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঘটিত হত্যাকাণ্ড ও গণহত্যার অভিযোগের বিচার করবে।
আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, গত জুলাই ও আগস্ট মাসে জমা পড়া গণহত্যার অভিযোগের ভিত্তিতে এই ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছে। ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ঘটিত এসব মানবতাবিরোধী অপরাধের জন্য অন্তর্বর্তী সরকার বিচারের সিদ্ধান্ত নিয়েছে।
গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের ফলে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হয় এবং দেশত্যাগ করে। ওই আন্দোলনের সময় ঘটে যাওয়া হত্যাকাণ্ড ও গণহত্যার বিচারের জন্য এই ট্রাইব্যুনাল কার্যকর হবে। ইতোমধ্যে শেখ হাসিনাসহ তার মন্ত্রিসভার ৫০ জনের বেশি সদস্যের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদী গত বছর মারা যান। তার চার ছেলের মধ্যে মাসুদ সাঈদী দেশে আছেন এবং তিনি পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন।