বরিশালে বিএনপির পৃথক পদযাত্রা, হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: শনিবার ২৫শে ফেব্রুয়ারি ২০২৩ ০৫:৪৬ অপরাহ্ন
বরিশালে বিএনপির পৃথক পদযাত্রা, হাতাহাতি

বেগম খালেদা জিয়াসহ সকল কারাবন্দি নেতা-কর্মীর মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে বরিশালে পৃথক পদযাত্রা করেছে উত্তর ও দক্ষিন জেলা বিএনপি। শনিবার বেলা ১২ টায় বরিশাল নগরীর সদররোডস্থ দলীয় কার্যালয় থেকে দক্ষিণ জেলা বিএনপি’র নেতা-কর্মীরা পদযাত্রা বের করে। পদযাত্রা শুরুর আগে ব্যানারের সামনে দাড়ানোকে কেন্দ্র করে কেন্দ্রিয় নেতাকর্মীদের সামনে হাতাহাতিতে লিপ্ত হয় নেতাকর্মীরা।


প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল বাবুগঞ্জ উপজেলা বিএনপি সদস্য সচিব ওয়াহেদুল ইসলাম প্রিন্স ও বরিশাল জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলুর সাথে হাতাহাতির ঘটনা ঘটে। যা পরে কিল-ঘুষি দেয়া পর্যন্ত গড়ায়। পরে বিএনপির কেন্দ্রিয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারসহ নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে পদযাত্রা কর্মসূচি পালন করে। পদযাত্রা শুরুর পূর্বে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে দক্ষিণ জেলা বিএনপির নেতাকর্মীরা।


দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রিয় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। তিনি তার বক্তব্যে বলেন, আবার যেন নির্বাচনে অংশ গ্রহণ করতে না পারি, নতুন করে সেই ষড়যন্ত্র শুরু হয়েছে।  আগেই জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে দিনের ভোট রাতে করে এক নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছে আওয়ামী লীগ। আজকে তারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে গণতন্ত্রকে হত্যা করেছে।


অপরদিকে একই দাবিতে পদযাত্রা করেছে উত্তর জেলা বিএনপি। দুপুর সাড়ে ১২ টায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও পরে নগরীতে পদযাত্রা করে তারা। এতে প্রধান অতিথি ছিলেন  কেন্দ্রিয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন।


এসময় বক্তারা বলেন, এই ভোটারবিহীন সরকারের কারণে জনদুর্ভোগ দিন দিন বেড়েই চলছে। নিত্য পণ্যের মূল্যের দিকে তাকালেই এর যথেষ্ট প্রমাণ মিলবে। তাই আমরা চাচ্ছি আর যাতে রাতে কোন নির্বাচন না হতে পারে তার জন্য জনতাকে সাথে নিয়ে আন্দোলন করছেন। যার ধারাবাহিকতায় আজকের এই পদযাত্রা কর্মসূচি। যেখানে মানুষ তাদের সমর্থন জানাচ্ছে।