প্রকাশ: ৬ মে ২০২৫, ১১:৮
দীর্ঘ চার মাস পর বাংলাদেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৪০ মিনিটে কাতারের আমিরের বিশেষ বিমানটি (এয়ার অ্যাম্বুলেন্স) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন তার দুই পুত্রবধূ, জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান।
বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুম্মন ঢাকা পোস্টকে জানান, খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি নিরাপদে ঢাকায় পৌঁছেছে। বিমানবন্দর ত্যাগ করার পর বিএনপি চেয়ারপারসন গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা হন।
এদিকে, খালেদা জিয়ার দেশে ফিরে আসার খবরটি রাজধানীজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সকাল থেকেই বিএনপি নেতাকর্মীরা বিমানবন্দরের দিকে আসতে শুরু করেন, যাতে তাদের প্রিয় নেত্রীকে স্বাগত জানানো যায়। দলীয় নেতাকর্মীদের ঢল নামতে দেখে বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। বিশেষ বাহিনীসহ সেনাবাহিনীর সদস্যরা সেখানে আইনশৃঙ্খলা রক্ষা কাজে নিয়োজিত ছিলেন।
খালেদা জিয়ার দেশে ফেরার আগে, ৫ মে রাত ৯টা ৩৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি বাংলাদেশে রওনা দেন। খালেদা জিয়া গত জানুয়ারিতে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান এবং সেখানে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।
খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার খবর জানার পর কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠান, যার মাধ্যমে তিনি লন্ডন যান এবং একই বিমানে ফিরে আসেন।
এখন, তার দেশে ফেরার পর রাজনৈতিক অঙ্গনে নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে, যেখানে বিএনপি নেত্রীকে স্বাগত জানাতে তার সমর্থকরা অপেক্ষা করছে।