নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারের সময় পুলিশের গাড়িবহরে হামলা চালানো হয়েছে। শুক্রবার (৯ মে) সকাল সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জের বিবি রোডের কালির বাজার মোড়ে এ ঘটনা ঘটে। হামলাকারীরা র্যাব ও পুলিশের গাড়ির দিকে ইটপাটকেল নিক্ষেপ করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে দুই পুলিশ সদস্যসহ মোট পাঁচজন আহত হয়েছেন।
পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসানুজ্জামান জানান, সেলিনা হায়াৎকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িতে হামলা চালানো হয়। তিনি বলেন, "আমরা বিস্ফোরণের শব্দ শুনেছি এবং এ ঘটনায় আমাদের সদস্যরা আহত হয়েছেন।"
এর আগে বৃহস্পতিবার (৮ মে) রাতে আইভীকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালালেও ব্যর্থ হয়। রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ সদর থানার পুলিশ আইভীর দেওভোগের বাসভবন চুনকা কুটিরে প্রবেশ করে। তবে এলাকাবাসী তার বাসার সামনে জড়ো হয়ে পুলিশকে বাধা দেয়।
এলাকাবাসী আইভীর মুক্তির দাবিতে বাসার প্রধান ফটক অবরোধ করে স্লোগান দিতে থাকে। পুলিশ বাসায় প্রবেশ করতে চাইলে বাধার মুখে পড়ে। শেষ পর্যন্ত রাত ৩টার দিকে পুলিশের একটি টিম আইভীর বাড়ির ভেতরে প্রবেশ করে।
আইভী রাতে গ্রেপ্তারে অস্বীকৃতি জানিয়ে সকালে গ্রেপ্তারের অনুমতি দেন। শুক্রবার সকালে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িতে হামলা চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আইভীর সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ ঘটনাস্থলে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে।