প্রকাশ: ৩ মে ২০২৫, ১৭:৯
বরিশালের হিজলা-মেহেন্দিগঞ্জ উপজেলায় সদ্য সমাপ্ত অভয়াশ্রমের (মার্চ-এপ্রিল) দুমাসের নিষেধাজ্ঞা চলাকালীন, মৎস্য সম্পদ রক্ষায় অক্লান্ত পরিশ্রম করেছেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম। তিনি জানান, মৎস্য সম্পদ রক্ষা করতে তিনি একাই কাজ করেননি, বরং সংশ্লিষ্ট সকল বাহিনী এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় অভিযান পরিচালনা করেছেন। অভিযান চলাকালীন, তিনি অবৈধভাবে মৎস্য শিকার রোধে যথেষ্ট সফলতা অর্জন করেছেন। মৎস্য অফিসার আলম জানান, ‘‘এটি শুধুমাত্র একটি দায়িত্ব নয়, এটি দেশের রূপালী সম্পদ রক্ষায় অংশগ্রহণ।’’