প্রকাশ: ৭ মে ২০২৫, ১৮:৫৪
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃত্বে অস্থায়ী পরিবর্তন এসেছে। সংগঠনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার হজ পালনের জন্য বিদেশ গমন করায় তাঁর অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন মাওলানা এটিএম মা’ছুম। বুধবার দুপুরে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার তার স্ত্রীকে সঙ্গে নিয়ে বুধবার দুপুর ১টার দিকে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রমে সক্রিয় এবং হজ পালন শেষে আগামী ১১ জুন দেশে ফেরার কথা রয়েছে।
এই সময়ে সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসছেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম। তাঁকে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব দেয়া হয়েছে দলের অভ্যন্তরীণ সিদ্ধান্ত অনুযায়ী। দলের একজন জ্যেষ্ঠ নেতা হিসেবে মা’ছুম এর আগে বহুবার কেন্দ্রীয় পর্যায়ের কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন।
জামায়াতের এই সাংগঠনিক রদবদল স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা হচ্ছে। হজ পালনের সময়কালের জন্য দায়িত্ব হস্তান্তরের এই ধারা আগেও দেখা গেছে। ফলে নেতৃত্বে কোনো স্থায়ী পরিবর্তন হচ্ছে না বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।
মাওলানা এটিএম মা’ছুমের প্রতি দলের আস্থা ও বিশ্বাস দীর্ঘদিনের। তাঁর সাংগঠনিক দক্ষতা এবং ধারাবাহিকতাই তাঁকে এই দায়িত্বে বসিয়েছে। দলের কেন্দ্র থেকে শুরু করে মাঠ পর্যায়ে তাঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন অনেক নেতা-কর্মী।
জামায়াতের এই সাময়িক নেতৃত্ব পরিবর্তনের খবরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া না থাকলেও, সংগঠনের অভ্যন্তরে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। মা’ছুমের নেতৃত্বে এই সময়কালে দলের কার্যক্রম কীভাবে পরিচালিত হয়, তা-ও পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করবে।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দেশে ফিরলেই তিনি পুনরায় তাঁর দায়িত্ব গ্রহণ করবেন। সেই পর্যন্ত সংগঠনের যাবতীয় দায়িত্বভার থাকবে মা’ছুমের উপর।
আপনি কি চান আমি এই সংবাদের একটি কাভার ফটোও তৈরি করে দেই?