টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় এক অভিভাবকবিহীন কন্যাকে ধর্ষণের মর্মান্তিক অভিযোগ উঠেছে নিজ পিতার বিরুদ্ধে। স্থানীয় পুলিশ অভিযুক্ত শফিকুল ইসলামকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করেছে।
ঘটনাটি ঘটেছে ধনবাড়ী পৌরসভার কয়াপাড়া এলাকায়। সাকিনা মেমোরিয়াল গালর্স হাই স্কুলের অষ্টম শ্রেণির ১৪ বছর বয়সী এক কিশোরীকে তারই পিতা শফিকুল ইসলাম ধর্ষণের অভিযোগে অভিযুক্ত।
কিশোরীর নানা আমজাদ হোসেন জানান, গত ২৫ এপ্রিল রাতে তার নাতনি ঘুমন্ত অবস্থায় থাকাকালীন শফিকুল জোরপূর্বক ধর্ষণ করে। এর আগেও শফিকুল ও তার প্রথম স্ত্রী নাতনিকে নিয়মিত শারীরিক নির্যাতন করত বলে অভিযোগ রয়েছে।
৩০ এপ্রিল আরেকটি নির্মম ঘটনা ঘটে যখন শফিকুল কন্যাকে চেয়ারের সাথে বেঁধে মারধর করে। এতে আহত কিশোরীকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল। ৪ মে প্রথমে শারীরিক নির্যাতনের অভিযোগে এবং পরে ধর্ষণের তথ্য জানার পর পূর্ণাঙ্গ মামলা দায়ের করা হয়।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ নিশ্চিত করেছেন, ৫২ বছর বয়সী সিএনজি চালক শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তাকে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। আমজাদ হোসেন তার নাতনির জন্য দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
এ ধরনের পারিবারিক নৃশংসতা সমাজে উদ্বেগ সৃষ্টি করেছে। শিশু অধিকার সংগঠনগুলো ঘটনাটি তদন্তে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে। স্থানীয় প্রশাসন মামলাটির তদন্তে বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানা গেছে।