প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত দুই নারী শিক্ষার্থীর মধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ইউনিভার্সিটি অব স্কলার্সের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ফারিয়া হক টিনাকে গ্রেফতার করা হয়।
গত ১৯ এপ্রিল বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুই নারী শিক্ষার্থীকে নিয়ে হাসাহাসির ঘটনাকে কেন্দ্র করে পারভেজের সঙ্গে বাগবিতণ্ডা হয়। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করে, ঘটনাটি পরে মীমাংসা করা হয়েছিল।
কিন্তু সন্ধ্যায় ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় ৩০-৪০ জনের একটি দল পারভেজকে ঘিরে ধরে। তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরদিন ২০ এপ্রিল পারভেজের ফুফাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় মামলা দায়ের করেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী মাহাথি, মেহেরাব ও আবুজর গিফারীসহ আটজনকে নামজাদা আসামি করা হয়। এছাড়া আরও ২০-৩০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত শিক্ষার্থী ফারিয়া হক টিনা ঘটনার সময় উপস্থিত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনাটিকে দুঃখজনক বলে মন্তব্য করেছে। তারা জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পূর্ণ সহযোগিতা করা হবে।