প্রধানমন্ত্রী স্মারক পোস্টকার্ড পাঠা‌লেন রাষ্ট্রপ‌তির কা‌‌ছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ১৮ই মার্চ ২০২০ ১০:১০ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রী স্মারক পোস্টকার্ড পাঠা‌লেন রাষ্ট্রপ‌তির কা‌‌ছে

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেরিত একটি স্মারক পোস্ট কার্ড পেয়েছেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার সন্ধ্যায় রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত একটি শুভেচ্ছাপত্র এবং ‘মুজিব ১০০ বছর’ লোগোসহ পোস্টকার্ডটি হস্তান্তর করেছেন।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে রাষ্টপ্রধান প্রথম জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রীর কাছ থেকে ‘শুভেচ্ছাপত্র’ পেলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চার কোটি ব্যক্তি সারা দেশে এই কার্ড পাবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গণভবনে স্মারক ডাকটিকিট অবমুক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।মো. আবদুল হামিদের সংশ্লিষ্ট সচিবরা, ডাক ও টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর সিকদার এবং ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মন্ডল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

ইনিউজ ৭১/ জি.হা