জবি ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার ১৬ই মার্চ ২০২০ ১১:৫৩ পূর্বাহ্ন
জবি ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)’র ব্যবস্থাপনা বিভাগের অ্যালাইমনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। মো. রাশেদুল ইসলাম পল্লবকে সভাপতি, ওমর ফারুককে সাধারণ সম্পাদক ও শেরপুরের নকলা উপজেলার আতিকুর রহমান মিন্টুকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি (৯ জন)- শেখ মোহাম্মদ আজহার, সাইদুর রহমান রনি, আব্দুর রহমান উজ্জল, রেবেকা সুলতানা মিতা, মো. খালিদ হোসেন ভূইয়া, মো. শাহেদ ফেরদৌস, রশিদ আমান মুন্না, মো. মাহবুব এলাহী রাজু ও মো. আল হাসিবুল আহসান; যুগ্ম সাধারণ সম্পাদক (৯ জন)- আমিনুল ইসলাম আমিন, অমিত রায়, মো. সানাউল সিকদার, মো. সিরাজুল ইসলাম, মো. আল আমিন টিপু, মো. মোস্তাফিজুর রহমান বাদল, মো. আব্দুর রউফ আকন্দ, মো. মনিরুল ইসলাম ও মো. গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক (৯ জন)-  নূরুর রহমান মুকুল, আতিকুর রহমান মিন্টু, মো. মাজহারুল হক আমীর, সুইট রায়, মো. শিব্বির হোসেন, শাকিল আবীর, সুমন কুমার মজুমদার, আবুল বাশার সাথী ও মুক্তাদীর শুভ্র; কোষাধ্যক্ষ এমেল হক মোল্লা, দফতর সম্পাদক মো. আবুল বাশার, আইন বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা মুক্তি, প্রচার সম্পাদক মো. আনিসুর রহমান শিশির, প্রকাশনা সম্পাদক মো. নুরুল আফসার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন, স্বাস্থ্য ও চিকিৎসা সেবা বিষয়ক সম্পাদক নুরুল হুদা সোহেল, পরিবেশ বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, তথ্য ও গণযোগাযোগ বিষয়ক সম্পাদক উসরাত জাহান নিপা, ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক প্রদিপ চন্দ্র সরকার, ক্রীড়া সম্পাদক মো. আব্দুর রশিদ, ছাত্র কল্যান বিষয়ক সম্পাদক হাসান মুজনাবিন তৌহিদ, সাংস্কৃতিক সম্পাদক বাধন বান্না, ধর্ম বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবির, সমাজসেবা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান শিপন, সাহিত্য সম্পাদক মো. জহিরুল কাইউম জুয়েল, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মো. আজিম কবির, প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক আবি আব্দুল্লাহ জুয়েল, কর্মসংস্থান বিষয়ক শরীফ আহেমদ সনেট, কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক কৃষ্ণ চন্দ্র দে, মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. সোহেল মিয়া, ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান, নির্বাহী সদস্য (২০ জন)- মো. আতাহার আলী খান, আফসানা জাহান, সঞ্জয় রাজ বল্লব, মোহা. নিজাম উদ্দিন, মো, ইকবাল হোসেন, মো. মাসুদুজ্জামান, নয়ন চন্দ্র দে, মো. শাহিন চৌধুরী পলাশ, সুজন কুমার হালদার, মোহাম্মদ মহিউদ্দিন, মো. তরিকুল ইসলাম পল্লব, মো. মাসুদ রানা, বিশ্বজিত সাহা পলাশ, উৎপল কুমার সরকার, ফরহাদ আহমেদ, পংকজ বড়ুয়া, মো. আবুল কাশেম, সুমন কুমার ধর ও মো. হুমায়ুন গাজী।

বিশ্ববিদ্যালয় চত্ত্বরে জগন্নাথ বিশ্ব বিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭১ সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদী এ কমিটির আনুষ্ঠানিক ঘোষনা করেন। এসময় এ বিশ্ব বিদ্যালয়ের এমবিএ প্রোগ্রামের ডিরেক্টর অধ্যাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও অ্যকাউন্টিং অ্যালাইমনাই অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান রিপনসহ ব্যবস্থাপনা বিভাগের অগণিত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)’র ব্যবস্থাপনা বিভাগের অ্যালাইমনাই অ্যাসোসিয়েশনের কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে শেরপুর জেলা থেকে একমাত্র স্থান পাওয়া নকলা উপজেলার কৃতি সন্তান এ.আর মিন্টু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ইজি বাংলার প্রোপাইটর আতিকুর রহমান মিন্টু। জেলার একমাত্র প্রতিনিধিত্বকারী হিসেবে তাকে বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন। বিশেষ করে বিশ্বের সর্ববৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইস বুকে সুশীল নকলাবাসী ও আতিকুর রহমান মিন্টুর শুভাকাঙ্খীরা নিজ নিজ টাইম লাইনে আতিকুর রহমান মিন্টুর ছবি ও ফুলের তোড়া পাশাপাশি আপলোডের মাধ্যমে অভিনন্দন জানানোর কৌশল সকলের নজর কেড়েছে। তিনি বলেন, আমাদের ঐতিহ্যবাহী শেরপুর জেলাটি আজও অনেকের কাছে প্রত্যন্ত অঞ্চল হিসেবে পরিচিত। অথচ শেরপুর জেলার সুনাম আজ দেশ ছাড়িয়ে বিদেশে ছড়িয়ে পড়েছে। গারো পাহাড়ের পাদদেশিয় ও ভারত-বাংলার সিমান্তবর্তী এ অঞ্চলটির সুনাম-খ্যাতি অক্ষুন্ন রেখে দেশ বিদেশে তা ছড়িয়ে দিতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, শেরপুর জেলার সুনাম অন্য সকল জেলার উপরে স্থানে তুলে ধরতে সকলকে আরও সচেষ্ট হতে অনুরোধ জানান। বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শেরপুর জেলার সকল শিক্ষার্থীদের সার্বিক সহযোগীতা করা সহ সুনামের সহিত সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ডের সাথে জড়িত থাকতে সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনাও করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)’র ব্যবস্থাপনা বিভাগের অ্যালাইমনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক নকলার কৃতি সন্তান আতিকুর রহমান মিন্টু।