মাদারীপুরের কালকিনি উপজেলায় একটি পাকাঘর নির্মান কাজ করতে গিয়ে এক শ্রমিক নিহত হয়েছে।নিহত শ্রমিকের নাম রিপন ফকির(৩৫)।আজ মঙ্গলবার উপজেলার সাহেবরামপুর এলাকার মধ্যের গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিপন ফকির একই এলাকার মোঃ ধলু ফকিরের ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে, রাজমিস্ত্রি রিপনসহ কয়েকজন মিলে তার নিজ গ্রামের একটি পাকাঘরের নির্মান কাজ করতে যান। এ সময় ওই ঘরের সঙ্গে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে তিনি গুরুতর আহত হন।পরে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে কালকিনি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা অবস্থায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ নাছির উদ্দিন মৃধা বলেন,নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।