চলতি এইচএসসি পরীক্ষা বরিশালের আগৈলঝাড়ায় শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠিত হয়েছে। সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ কেন্দ্রে সোমবার বাংলা প্রথমপত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬শত ৬৬জন। এর মধ্যে ৬জন অনুপস্থিত রয়েছে। এর মধ্যে নিয়মিত ৬শত ৬জন ও অনিয়মিত ৬০জন। উপজেলা সদরের এসএম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বিএম শাখায় ভেনুতে ২শত পরীক্ষাথীর মধ্যে ২জন অনুপস্থিত রয়েছেন।
সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ কেন্দ্র ও এসএম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বিএম শাখা ভেনু পরিদর্শন করেন। এসময় তার সাথে ছিলেন সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ কেন্দ্র সচিব কমলা রানী মন্ডল ও বাশাইল শহীদ সুকান্ত বাবু কলেজের অধ্যক্ষ রনজিত কুমার বাড়ৈ,প্রেসক্লাবের সভাপতি কে এম আজাদ রহমান,সাংবাদিক এফ এম নাজমুল রিপনসহ প্রমূখ।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।